প্রয়াত কিংবদন্তি ফুটবলার পাপা বৌবা দিওপ প্রয়াত

দীর্ঘ অসুস্থতার পর মাত্র ৪২ বছর বয়সেই রবিবার জীবনের লড়াইয়ে হার মানলেন কিংবদন্তি ফুটবলার পাপা বৌবা দিওপ। বিশ্বকাপে সেনেগালকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার পেছনে অন্যতম কান্ডারি ছিলেন দিওপ। বার্মিংহ্যাম সিটির হয়ে মোট ১২৯টা ম্যাচ খেলেছেন তিনি। ২০০৮ অবসর নিয়েছিলেন দিওপ। বার্মিংহ্যাম সিটি থেকে ক্লাব কেরিয়ারে দিওপ ইতি টেনেছিলেন পাঁচ বছর বাদে অর্থাৎ ২০১৩ সালে।