প্রয়াত কিংবদন্তি প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক

জীবনযুদ্ধের লড়াই শেষ। প্রয়াত প্রাক্তন ফুটবলার তথা প্রবাদপ্রতীম বাঙালি কোচ সুভাষ ভৌমিক। কিডনির সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। শনিবার ভোররাত সাড়ে ৪টে নাগাদ একবালপুরের বেসরকারি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া ময়দানে। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন আসিয়ান জয়ী কোচ সুভাষ ভৌমিক। প্রায় সাড়ে তিন মাস ধরে নিয়মিত তাঁর ডায়ালিসিস চলছিল। পাশাপাশি কয়েকদিন ধরে আবার বুকে সংক্রমণও হয়েছিল। অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে ময়দানের ভোম্বলদা ভরতি ছিলেন একবালপুরের এক নার্সিংহোমে।

তাঁর প্রয়াণে শোকের ছায়া ময়দানজুড়ে। অ্যালভিটো ডিকুনহা থেকে দেবজিৎ ঘোষরা বলছেন, শুধু একজন কিংবদন্তি ফুটবলার বা কোচ নয়, অভিভাবককে হারালেন। আরেক কোচ সুব্রত ভট্টাচার্য স্মৃতিচারণায় বলছেন, “আর্থিক হোক কিংবা মানসিক, সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সত্যিই ময়দানের একটা স্তম্ভ আজ চলে গেল। ভারতীয় ফুটবলে ওঁর অবদান ভাষায় প্রকাশ করা যায় না।