প্রয়াণ দিবসে বসল মহাত্মা গান্ধীর মূর্তি। জানা গেছে শিলিগুড়ির ১৬ নং ওয়ার্ডে ভুটিয়া মার্কেটের পাশে জাতির জনকের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচিত হয়। এদিন গান্ধীজির মূর্তি উন্মোচন করেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য, মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার বিধায়ক শঙ্কর মালাকার এবং স্থানীয় কোর্ডিনেটর সুজয় ঘটক সহ অন্যান্যরা। সুজয় বাবু জানান দীর্ঘদিন ধরে তার এই ইচ্ছের অবশেষে বাস্তবায়িত হলো। দীর্ঘ 12 বছর ধরে তিনি প্রয়াস চালিয়েছিলেন জাতির জনকের মূর্তি প্রতিষ্ঠার। স্থানাভাব এর কারণে মূর্তি বসাতে সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে জাতির জনকের মূর্তি বসলো ভুটিয়া মার্কেটের কাছে 16 নম্বর ওয়ার্ডে। আবরণ উন্মোচিত হওয়ার পর জাতীয় সংগীত করে জাতির জনক কে স্মরণ করেন স্থানীয় বাসিন্দারা। গান্ধী মূর্তিতে মাল্যদান করেন 2 বিধায়ক এবং স্থানীয় কোঅডিনেটের সহ এলাকার বাসিন্দারা।