প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা আসনের বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু। সব জল্পনা কাটিয়ে অবশেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের অন্যান্য কিছু বিধানসভার পাশাপাশি মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার বাকী দুটি ইটাহার ও করণদিঘী বিধানসভা আসনের পার্থী ঘোষণা করে। ইটাহারে পার্থী করা হয়েছে ইটাহার ব্লকের দূর্গাপুর অঞ্চলের বাসিন্দা অমিত কুমার কুন্ডুকে ও করণদিঘীতে পার্থী করা হয়েছে সুভাষ সিনহাকে। অমিত কুমার কুন্ডু ইটাহার বিধানসভা সহ জেলায় একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি বিজেপির ট্রেড সেলের উত্তর দিনাজপুর জেলার কো-কনভেনরের পদে ছিলেন। স্বাভাবিক ভাবে পার্থী ঘোষনা হতেই উচ্ছাসে মেতে উঠে ইটাহার বিধানসভার বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলবার দুপুরে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ইটাহার বিধানসভার দূর্গাপুর, নন্দনগ্রাম, ইটাহার সদর সহ বিভিন্ন এলাকায় পার্টির কর্মী সমর্থকদের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ মিস্টি মুখ করে উচ্ছাসে মাতলেন বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু। এদিন দুপুরে ইটাহার হাসপাতাল পাড়ায় বিজেপির দলীয় কার্যালয়ে পার্থী আসতেই বাঁধভাঙা উচ্ছাসে মেতে উঠে এবং বিজেপি পার্থীকে পুষ্প স্তবক দিয়ে সম্বর্ধনা জানান বিজেপি কর্মী সমর্থকরা। জয় শ্রী রাম ও ভারত মাতার জয় স্লোগানে ছয়লাপ সকল উচ্ছসিত বিজেপি কর্মী সমর্থকদের মুখে। এরপর তিনি ইটাহার শামাপল্লী পাড়ায় জয় কালী মন্দির ও সরাইদিঘী এলাকায় শিব মন্দিরে পুজা দিয়ে প্রচার শুরু করেন তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নব মনোনিত বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু, ৩৬নং মন্ডল বিজেপির সভাপতি শীতেন্দ্র নাথ বর্মন, বিজেপি নেতৃত্ব উজ্জ্বল বর্মন, সুমন আচার্য, রবি দত্ত, জেলা যুব মোর্চা নেতৃত্ব মিঠুন ঘোষ সহ অন্যান্যরা।
এই বিষয়ে নব মনোনিত বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু জানান, আমাকে ইটাহার বিধানসভা কেন্দ্রে পার্থী হিসেবে মনোনিত করায় আমি আনন্দিত এবং রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানায় আমাকে ইটাহার বিধানসভা আসনে লড়ার জন্য যোগ্য মনে করায়। পরবর্তীতে সোনার বাংলা গড়ার লক্ষে ইটাহার বিধানসভার সমস্ত লেবেলের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে একযোগে ভোটে লড়ব এবং বিপুল ভোটে জয়লাভ করব। মানুষ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সাথে আছে। আগামীদিনে ক্ষমতায় এসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর হাত ধরে ইটাহার বিধানসভার সার্বিক উন্নয়ন করে মানুষের পাশে থাকবো।