প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালো বন্ধু হিসেবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনা যুদ্ধে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় আমেরিকা। শনিবার এমন ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, পাশাপাশি সঙ্কটের সঙ্গে লড়তে ভারতকে ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘোষণার পরেই মার্কিন প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়ে টুইট করেন নরেন্দ্র মোদি। ইন্দো-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় হল, টুইটে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন; “ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প। এই সঙ্কট আমাদের একসঙ্গে কাজ করতে শিখিয়েছে। এই সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত। আর সুুুস্থ বিশ্ব গড়ার লক্ষে কাজ করা উচিত।” এদিকে, একমাস আগেই হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি নিয়ে একপ্রস্থ বিতর্কে জড়িয়েছিল নয়াদিল্লি-ওয়াশিংটন। ঘুরিয়ে ভারতকে প্রত্যাঘাতের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু একমাস পর তাঁর সুর অনেকটাই নরম। এদিন হোয়াইট হাউসে দাঁড়িয়ে তিনি করোনা গবেষণায় ভ্যাকসিন তৈরির জন্য ভারতের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন।