প্রধানমন্ত্রীর সামনেই সোমবার কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সামনেই সোমবার কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন লকডাউনের ভবিষ্যত স্থির করতে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি আর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিকেল ৩টে থেকে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরাও। সেই বৈঠকেই কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এটা রাজনীতি করার সময় নয়। কেউ আমাদের মতামত জানতে চাইছে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙবেন না।” এমনকি, চিত্রনাট্যের অপর ভর করে পরিকল্পনা রুপায়ন করছে কেন্দ্র। এদিন এমন অভিযোগের সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলাতে। জানা গিয়েছে, ধাপে ধাপে লকডাউন তোলা, পরিযায়ী শ্রমিক সমস্যা ও অর্থনীতিকে ছন্দে ফেরানো সংক্রান্ত একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে এই বৈঠকে। দেশব্যাপী লকডাউন লাগু হওয়ার পর এটা পঞ্চম বৈঠক।