প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের

সংসদে নতুন কৃষি বিল পাশ হওয়ার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল৷ উল্লেখ্য, মোদী মন্ত্রিসভায় আকালি দলের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও, শিরোমণি আকালি দল মোদী সরকারকে বাইরে থেকে সমর্থন করবে বলে জানা যাচ্ছে।

কেন্দ্রের নতুন তিনটি কৃষি বিল কৃষকক্সভায়্‌ এই অভিযোগ তুলেই পদত্যাগ করেছেন৷ ট্যুইটারে হারসিমরত লিখেছেন, ‘সরকারের কৃষক বিরোধী অর্ডিন্যান্স এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক এবং তাঁদের ভাইবোনদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।’ পরবর্তীতে সময়ে তাঁদের রণকৌশল কী হবে, তা পার্টির বৈঠকে ঠিক হবে বলেও তিনি জানিয়েছেন।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, এই তিনটি বিল পাশ হলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য দাম পাবেন। তাছাড়া চলতি বছরের জুনের শুরুর দিকে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছিল এই বিল নিয়ে যে, এই তিন অর্ডিন্যান্সের ফলে কৃষকরা তাঁদের ফসলের উৎপাদন, বণ্টন এবং দাম নির্ধারণের ক্ষেত্রে স্বাধীনতা পাবেন।