প্রধানমন্ত্রীর কপ্টার বা নিজস্ব বিমানে সুরক্ষায় আসছে নয়া ড্রোন

দেশের সুরক্ষার জন্য একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাতক ড্রোন উন্নত প্রযুক্তি তৈরি করেছেন দেশের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার বিজ্ঞানীরা। যে কোনও উচ্চতায় দিনে বা রাতে যে কোনও আবহাওয়ায় কাজ করবে এই ড্রোন ঘাতক প্রযুক্তি। এই যন্ত্র থেকে একসঙ্গে লেজার রশ্মি ও উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ বেরিয়ে শত্রুর ড্রোনকে অকেজো করে নিমেষে ধ্বংস করে দিতে পারে।

প্রধানমন্ত্রীর কপ্টার বা নিজস্ব বিমানেও থাকবে এই ব্যবস্থা। প্রধানমন্ত্রীকে শত্রুর ড্রোন থেকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা। লাদাখ সহ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা ড্রোনকে ধ্বংস করতে সক্ষম এই নয়া ভারতীয় ড্রোনগুলি। নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্র ও মাদক পাচার করতে বা নজরদারি চালাতে ক্যামেরা লাগানো চিনা ড্রোন বা কোয়ড্রাকপ্টারকেও অকেজো করে দিতে পারবে এই নয়া প্রযুক্তি।