প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ ঘোষণাকে কটাক্ষ করলেন পি চিদাম্বরম।

“শিরোনাম দিয়ে একটি ফাঁকা পৃষ্ঠা ধরিয়ে দিয়েছেন”, এভাবেই প্রধানমন্ত্রী মোদির ঘোষণা করা কেন্দ্রীয় অর্থনৈতিক প্যাকেজকে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রবীণ নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি একথাও বলেন যে, এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কীভাবে ওই ফাঁকা পৃষ্ঠা পূরণ করেন তার অপেক্ষাই করছেন চিদাম্বরম। করোনা পরিস্থিতির সঙ্গে যুঝতে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবারই বিকেল ৪টের সময় কেন্দ্র ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণের সময় ওই প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করে তিনি বলেন, “এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে এগিয়ে দেবে। সমস্ত প্যাকেজ জুড়লে ২০ লক্ষ কোটি টাকার মতো হবে। যা দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ। ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে।” যদিও এই প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে এর আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) সহায়তায় এবং করোনা ভাইরাস জনিত আর্থিক পরিস্থিতির মোকাবিলায় ঘোষিত ১.৭৪ লক্ষ কোটি টাকার প্যাকেজটিও।