প্রথমবার ভারত পেতে পারে মহিলা বিচারপতি

এক নতুন ইতিহাস গড়তে চলেছে ভারত। অপেক্ষার অবসান আর কয়েক বছরের মধ্যেই ভারত পেতে পারে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে কলেজিয়ামের অনুমোদিত হয়েছে ন’টি নাম। যাদের মধ্যে থেকে পরবর্তী প্রধান বিচারপতি নির্বাচিত হবেন। সেই ৯ জনের অন্যতম হল কর্ণাটক হাই কোর্টের বিভি নাগারাথনা। এই তালিকায় নাম রয়েছে কর্নাটক হাইকোর্টের বিচারপতি বিভি নাগারাথনা সহ আরও দুজন। সব ঠিকঠাক থাকলে, বিচারপতি বি ভি নাগারাথনা ২০২৭ সালে ভারতের প্রথম মহিলা বিচারপতি হতে পারেন। এই প্রথম এক সঙ্গে তিন জন মহিলা বিচারপতির নিয়োগ হতে চলেছে দেশের শীর্ষ আদালতে।

জানা গিয়েছে, যে তালিকা তৈরি করেছে তার মধ্যে রয়েছেন, বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি জেকে মহেশ্বরী, বিচারপতি সিটি রবিকুমার ও বিচারপতি এমএম সুন্দ্রেস। জানা গিয়েছে, বাকি আরও যাঁদের নাম রয়েছে তাঁদের মধ্যেই রয়েছে আরও দুজন মহিলা। তাঁরা হলেন তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি এবং গুজরাত হাইকোর্টে বিচারপতি বেলা ত্রিবেদী। দেশের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন এরাও, তার সম্ভাবনাও রয়েছে।