কড়া পদক্ষেপ। রাজ্যে সপ্তম দফার নির্বাচন শেষ হলেও বীরভূম জেলার ১১টি আসনের মধ্যে একটিও আসনে নির্বাচন হয়নি। তার আগেই একুশের মহারণে বীরভূমের ভোটের আগেই নজরবন্দি করা হল বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ৬০ ঘণ্টার উপরে কোনও নেতাকে নজরবন্দি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কমিশনের নজরবন্দি থাকবেন তিনি। অনুব্রতবাবু কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, সব ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দিয়েছে কমিশন। শেষ দফার নির্বাচন শেষ করে ৩০ এপ্রিল। এত দীর্ঘ সময় কোনও নেতাকে নজরবন্দি করে রাখা নিসন্দেহে বেনজির সিদ্ধান্ত বলে দাবি করছে ওয়াকিবহাল মহল।