প্রতীক্ষার অবসান খুলল পুরীর জগন্নাথ মন্দির

করোনার জেরে ২০ মার্চ থেকে নয় মাস বন্ধ ছিল জগন্নাথ মন্দির। এতদিন বাদে অবশেষে খুলল পুরীর জগন্নাথ দেবের মন্দির। পুরির জেলাশাসক জানিয়েছেন যে শুধু সেবায়েতগণ ও তাঁঁদের পরিবারবর্গ ২৫ ডিসেম্বর অবধি দর্শন করতে পারবেন। তারপর ২৬-৩১ ডিসেম্বর অবধি পুরীর স্থানীয়রা ঠাকুরের দর্শন করতে পারবেন। তবে বছরের প্রথম দুই দিন ভিঁড় এড়াতে মন্দির বন্ধ থাকবে। এতদিন বাদে দেবদর্শন, অনেক ভক্তই আবেগে অশ্রুসজল হন।