অভিযোগ উঠেছে স্বল্পমুল্যে কেনা র্যাপিড টেস্টিং কিট বেশি মুল্যে পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে। এর জেরে একধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে, তার ক্রয় মুল্য। এই অসৎ উদ্দেশের সমালোচনায় সরব রাহুল গান্ধি। এই সঙ্কটের মুহূর্তেও যারা মুনাফা লুটছেন, তাঁদের দেশ কোনওদিন ক্ষমা করবে না। এই ভাষাতেই সোমবার সরব হলেন রাহুল গান্ধি। জানা গিয়েছে, প্রতি কিটপিছু ভারতীয় মুদ্রায় ২৪৫ টাকায় চিন থেকে আমদানি করা হয় সেই আরএনএ কিট। এবার আমদানিকৃত সংস্থা ম্যাট্রিক্স থেকে সেই কিট কেনে সরবরাহকারী সংস্থা রিয়াল মেটাবলিক্স আর আর্ক ফার্মাসিউটিক্যালস। এরপর সরকারকে সেই কিট বেচা হয় ৬৫০ টাকায়। এখানেই আপত্তি তুলেছেন রাহুল গান্ধি। তিনি টুইটে লেখেন, “মানুষ যখন সঙ্কটের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন কিছু মানুষ ঘুর পথে মুনাফা লোটার চেষ্টা করছেন। এই ধরনের অশুভ মানসিকতায় আমি উদ্বিগ্ন। কোনওদিন দেশ তাঁদের ক্ষমা করবে না।” এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদক্ষেপ নিতেও আর্জি জানিয়েছেন রাহুল গান্ধি।