প্রতিনিয়ত হেরফের হচ্ছে করোনা সংক্রমণের গ্রাফে

প্রতিনিয়ত বদলে যাচ্ছে করোনা সংক্রমণের গ্রাফ। বাড়তে থাকার পর বেশ কয়েকদিন ধরে ফের নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। দেশ করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতা থেকে বেরিয়ে আসছে, এমনটা আগেই মনে করেছিল কেন্দ্রীয় সরকার। গতকালের পর আজ দেশের কোভিড গ্রাফ কিঞ্চিত কমেছে। ইতিমধ্যে সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে চিঠি পাঠানো হয়েছে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানিয়ে। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এরই মাঝে দেশের আজকের কোভিড পরিসংখ্যানে হেরফের। আজ দেশের কোভিড গ্রাফ ফের নামল ১৫ হাজারের নীচে।

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩০২ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে অ্যাক্টিভ করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৩৫৯ জন। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১২ হাজার ৯২৪ জন। এই মুহূর্তে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৮৯৬ জন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩০ হাজার ০০৯ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৬ কোটি ৫২ লক্ষ ৩১ হাজার ৩৮৫ ডোজ। দেশের পটিজিভিটি রেট আজ কিছুটা কমে হয়েছে ১.২২ শতাংশ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮ শতাংশের ওপর।

অন্যদিকে, জরুরি ভিত্তিতে ১২-১৮ বছরের শিশুদের দেওয়া যাবে কোরবেভ্যাক্স টিকা। এমনটাই জানিয়েছে বায়োলজিকাল ই লিমিটেড সংস্থা। এই ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এই  ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা।  দু’টি ডোজের এই ভ্যাকসিন বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য। কোভিড-১৯ প্রতিরোধে আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন এটি। কোরবেভ্যাক্স ভ্যাকসিনে একটা অ্যান্টিজেন রয়েছে। এই অ্যান্টিজেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের চিলড্রেন হসপিটাল সেন্টার ফর ভ্যাকসিন ডেভলপমেন্ট এবং বেলর কলেজ অফ মেডিসিনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।