প্রচারের শুরুতে চা-বাগান‌গুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন রাজগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী রতন রায়

তিনি নিজে একজন চা-বাগানের শ্রমিক। তাই চা-শ্রমিকদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রয়েছে তার। এজন্য প্রচারের শুরুতে চা-বাগান‌গুলোকেই একটু বেশি গুরুত্ব দিচ্ছেন রাজগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী রতন রায়।

রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটি বড় অংশ রয়েছে জলপাইগুড়ি সদর ব্লক এলাকায়।
শুক্রবার সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গু‌য়াঝাড় এলাকায় এসে জোরদার প্রচার চালালেন তিনি। সঙ্গে ছিল বাম-কংগ্রেস নেতা কর্মীরা। রতন রায় বলেন, ন‍্যূনতম মজুরি সহ চা-বাগানে‌র শ্রমিকদের অনেক দাবি রয়েছে। সেই দাবিগুলো বিধান‌সভায় সঠিকভাবে তোলা হয় না। এজন্য এবারের নির্বাচনে জয়ী হয়ে শ্রমিক‌দের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করবেন তিনি। চা-বাগানের পাশাপাশি জলপাইগুড়ি‌র ডেঙ্গু‌য়াঝাড় বাজার এলাকাতেও এদিন প্রচার চালিয়েছে‌ন
রাজগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী রতন রায়।