প্রতিক্ষার অবসান ঘটিয়ে সামনে এলো টেট পরীক্ষার ফল৷ অবশেষে প্রাইমারি টেট (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) পরীক্ষার ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সোমবার বিকেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, ফল প্রকাশের পর অনেক অভিজ্ঞতা হয়েছে৷ ২০১২ এবং ২০১৪ সালের টেটে আমাদের অভিজ্ঞতা হয়েছে৷ সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই ২০২১-এর টেট পরীক্ষার ফল প্রকাশ করা হল৷
তিনি বলেন, গত দুটি টেট পরীক্ষা ও আদালত থেকে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হয়েছে, ফল প্রকাশের আগেই যদি প্রতিটি প্রশ্নের উত্তর ঠিক-ভুল স্পষ্ট করে দেওয়া যায়, তাহলে এই দীর্ঘ আইনি লড়াই থেকে আমরা রেহাই পাব৷ তেমনই ছাত্রছাত্রীদের হাতে ত্রুটি মুক্ত স্বচ্ছ রেজাল্ট তুলে দেওয়াও সম্ভব হবে৷ মানিকবাবু বলেন, মডেল উত্তর দেওয়ার পর আমরা কিছুটা সময় অপেক্ষা করেছিলাম,যাতে তার গ্রহণযোগ্যতা যুক্তি সঙ্গতভাবে পরীক্ষার্থীরা গ্রহণ করতে পারে৷
প্রসঙ্গত, ২০২১ সালের ৩১ জানুয়ারি প্রাথমিক টেট নেওয়া হয়৷ যাঁরা টেটে পাশ করলেন তাঁরা প্রাথমিক শিক্ষক হিসাবে যোগদানের উপযুক্ত বলে বিবেচিত হবেন বলে ডানান পর্ষদ সভাপতি৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান, গত বছর টেট পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন৷ অনুপস্থিত ছিলেন ৫৫ হজার ৮১৮ জন৷ ১২ জনের পরীক্ষা বাতিল বলে বিবেচিত হয়েছে৷ পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন। উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৯৬ জন৷ সব ধরনের স্বচ্ছতা এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এই ফলাফল প্রকাশ করা হয়েছে৷ পরীক্ষার্থীরা রোল নম্বর এবং তাঁদের জন্ম তারিখ দিয়ে পর্ষদের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।