দেশজুড়ে ছড়িয়ে থাকা প্যারামিলিটারি ক্যান্টিনে আর বিক্রি হবে না আমদানিকৃত ১০০০টি পণ্য। মেড ইন ইন্ডিয়া প্রচারকে জোরদার করতে এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, সেই ১০০০টি পণ্যের বদলে দেশে তৈরি পণ্য বিক্রি প্যারামিলিটারি ক্যান্টিন। গত মাসেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ গিয়েছিল, পয়লা জুন থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য বিক্রি করা হবে এই ক্যান্টিনগুলোকে। ঘরোয়া কুটির ও এমএসএমই শিল্পের প্রচার বাড়াতে এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, নিউটেলা, কিন্ডার জয়, হরলিক্সের মট পণ্য বিক্রি হবে না সেই ক্যান্টিনগুলোতে। ঘরোয়া কাজে ব্যবহৃত কিছু সামগ্রি যেমন মাইক্রো ওয়েভ-সহ ব্র্যান্ডেড ঘর সাজানোর পণ্য, বিক্রি হবে প্যারামিলিটারি ক্যান্টিনে। এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। কয়েকটি বিদেশী সংস্থা যেমন স্কেচার, ফ্যারেরো, রেড বুল, ভিক্টারিনিক্সের মতো সংস্থার পণ্য পাওয়া যাবে না বলেই খবর।