পেয়াজ রপ্তানি বন্ধ, সীমান্তে ক্ষতি কোটি কোটি টাকা

কেন্দ্রীয় সরকারের রপ্তানির নিষেধাজ্ঞায় সীমানা বস্তা বস্তা পেঁয়াজ নষ্ট হচ্ছে। অন্যদিকে দেশে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় গত ১৪ তারিখ কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় ফাঁপরে পড়েছে পেঁয়াজ ব্যবসায়ীরা।

এই নির্দেশিকায় ভিন রাজ্য থেকে আসা পেঁয়াজের ট্রাক গুলি বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। ওপারে পেঁয়াজ যেতে না পারায় গাড়িতেই নষ্ট হচ্ছে বলে খবর। সূত্রের খবর শুধুমাত্র বসিরহাট সীমান্তের সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে । ব্যবসায়ীরা জানিয়েছে বাংলাদেশে পেঁয়াজ যেতে না পারায় ট্রাকগুলিতে কয়েক লক্ষ মেট্রিক টন পেঁয়াজ গাড়িতে পঁচা শুরু হয়েছে। ক্ষতি প্রায় কয়েক কোটি টাকা।