পেটিএম-এর সঙ্গে গাঁটছড়া ভোডাফোন আইডিয়া’র

ভারতের অগ্রনী টেলিকম সার্ভিস প্রোভাইডার ভোডাফোন আইডিয়া এবার ফিচারফোন ব্যবহারকারী গ্রাহকদের ভোডাফোন আইডিয়া নম্বর রিচার্জের জন্য এক নতুন উদ্যোগ শুরু করল। এজন্য গ্রাহকদের শুধু একটি বৈধ ইউপিআই আইডি থাকতে হবে। এই পরিষেবা দেওয়ার জন্য ভোডাফোন আইডিয়া গাঁটছড়া বেঁধেছে পেটিএম-এর সঙ্গে। এরফলে ফিচারফোন ব্যবহারকারী গ্রাহকদের নম্বর রিচার্জের জন্য আর কোনও রিটেল টাচপয়েন্টে যেতে হবে না। এই পরিষেবার ভিত্তি হল ইনোভেটিভ পেমেন্ট সার্ভিস *৯৯# যা কাজ করে আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি) চ্যানেলে। এই পরিষেবা ফিচারফোন ব্যবহারকারীদের জন্য মোবাইল ব্যাংকিং লেনদেন সম্ভবপর করে মোবাইল ইন্টারনেটের উপরে নির্ভর না করেই।

ইউপিআই ভিত্তিক রিচার্জ সুবিধা চালু করা প্রসঙ্গে ভোডাফোন আইডিয়া লিমিটেডের ডিরেক্টর-মার্কেটিং, অবনীশ খোসলা জানান, পেটিএম-এর সঙ্গে তাদের পার্টনারশিপ বহু ডিজিটালি আনকানেক্টেড কাস্টমারদের মোবাইল ইন্টারনেটের উপরে নির্ভর না করেই ইউএসএসডি’র মাধ্যমে রিচার্জের সুবিধা এনে দেবে। এজন্য কোনও ডিজিটাল অ্যাপ লাগবে না, বা রিটেল টাচপয়েন্টে যেতে হবে না।