পুলিশভ্যান থেকে আসামি ফেরার

সিনেমার ছবি যেন বাস্তবে ঘটল শিলিগুড়িতে । আসামীকে কোর্টে তোলার আগে পুলিশ ভ্যান থেকেই পালিয়ে গেল চার অপরাধী । সূত্রের খবর আজ একটি প্রিজন ভ্যানে চার আসামিকে শিলিগুড়ি আদালতে আনার আগেই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সেবক রোডে । দিনের বেলা এমন জনবহুল স্থান থেকে চার আসামি ফেরার হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি জুড়ে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই চার আসামির নাম সুলতান, প্রানেশ অধিকারী, রাকেশ মিস্ত্রি এবং মুসকান । গত কয়েকদিন আগেই শহরে বড়সড় চুরির ঘটনায় ওই চার অপরাধীকে গ্রেপ্তার করা হয়। আজ ভক্তিনগর থানার পুলিশ এই চার আসামিকে জলপাইগুড়ির আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। ভক্তিনগর থানা থেকে প্রিজন ভ্যানটি শিলিগুড়ির সেবক রোডের বিশাল সিনেমা হলের কাছাকাছি আসতেই ভ্যানের তালা ভেঙে অপরাধীরা পালিয়ে যায়।প্রিজন ভ্যানের ড্রাইভারকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে সংবাদ মাধ্যমকে কিছু জানাতে চায়নি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে এনজেপি থানার পুলিশ। কিভাবে ওই চার অপরাধী আশ্চর্যজনক তালা ভেঙে পালিয়ে গেল তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত কমিটি গঠিত করছে ভক্তিনগর থানার পুলিশ এমনটিই জানা গিয়েছে বলে সূত্রের খবর।