অবশেষে বহু বছরের জল্পনার অবসান ঘটলো৷ টাটা গোষ্ঠীর হাতেই এল এয়ার ইন্ডিয়া৷ নিলামে জিতে এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা সন্স৷ এয়ার ইন্ডিয়ার মালিকানা পওয়ার পরেই টুইট করেন রতন টাটা৷ এদিন টুইট করে টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা জানান, “পুনরায় স্বাগত এয়ার ইন্ডিয়া।” ১৮,০০০ কোটি টাকা দর দিয়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা গোষ্ঠী৷ ঋণের ভারে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার দরপত্র হেঁকেছিল কেন্দ্রীয় সরকার৷ শেষ দিনে দরপত্র জমা দেয় টাটা গোষ্ঠী৷ দরপত্র জমা দিয়ে এয়ার ইন্ডিয়া কেনার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন তারা৷ নিলামের পর এয়ার ইন্ডিয়ার মালিকানা পাকাপাকি ভাবে চলে গেল টাটা গোষ্ঠীর হাতে৷
১৯৩২ সালে টাটার হাত ধরে এয়ার ইন্ডিয়া সংস্থার সূচনা হলেও ১৯৪৬ সালে নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া। পরবর্তীকালে ১৯৫৩ সালে টাটার হাত থেকে এই উড়ানকে অধিগ্রহণ করে কেন্দ্র। এবার রতন টাটার হাত ধরেই ফিরল এয়ার ইন্ডিয়া। যদিও ১৯৭৭ পর্যন্ত এই সংস্থার চেয়ারম্যান পদে ছিলেন জেআরডি টাটা। তবে বর্তমানে দেনার দায়ে ভুগছিল এয়ার ইন্ডিয়া৷ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা করেন ১৫ সেপ্টেম্বরের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের দরপত্র জমা দিতে হবে। শেষ দিনে দরপত্র জমা দেয় টাটা গোষ্ঠী৷ উল্লেখ্য, ২০০৭ সালে অন্তর্দেশীয় বিমান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্সের সঙ্গে সংযুক্তিকরণের পর থেকেই লোকসানে চলছিল এয়ার ইন্ডিয়া।