পুজো উদ্যোক্তারাও সাহায্যের হাত বাড়াল

দেশজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। প্রতিদিন দেশের বিভিন্ন রাজ্যে বহু মানুষ মারা যাচ্ছেন। এই বিপর্যয়ের পরিস্থিতিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই প্রাথমিক এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী বিভিন্ন ধর্মীয় সংগঠন, পূজা উদ্যোক্তাদের সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব-এর সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যের পাশে দাঁড়িয়েছে পুজো কমিটিগুলি। তারা সাহায্য করছে বিভিন্ন ভাবে। প্রতিটি পঞ্চায়েত এবং পুর এলাকায় অন্তত একটি অ্যাম্বুল্যান্স এবং শববাহি যান রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।