পুজোয় বাড়তে পারে করোনা সংক্রমন ?

পুজোয় বাড়তে পারে করোনা সংক্রমন এমনই আশঙ্কা করছেন উত্তরবঙ্গের স্পেশাল মেডিকেল অফিসার সুশান্ত রায় । উত্তরের কোভিড প্রেক্ষাপটে তাঁর গলায় শোনা গেল হতাশার সুর । শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে যেভাবে করোনা সংক্রমণের ধরণ ধরা পড়ছে তাতে রোগীদের আরো সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি ।

শনিবার একটি সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, জ্বর, শর্দি, কাশি নিয়ে যেসব করোনা রোগী‌রা আসছেন তারা খুব সহজেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন । তবে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগ নিয়ে যারা ভর্তি হচ্ছেন সমস্যা তৈরি হচ্ছে তাদের নিয়ে‌ই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেইসব রোগীদের পরিস্থিতি আর‌ও জটিল হয়ে পড়ছে বলে জানান করোনা বিষয়ক উত্তর‌বঙ্গে‌র স্পেশাল অফিসার ডাঃ সুশান্ত রায় ।

করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, যেসব পরিবারে ডায়াবেটিস রোগী সহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত বয়স্ক ব‍্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে সঠিক আইসোলেশন খুবই জরুরি। পাশাপাশি সকলকেই ভালো মাস্ক পড়ার পরামর্শ দেন ডাঃ সুশান্ত রায়। বলেন, মাস্ক সঙ্গে নিয়ে যারা গলায় ঝুলিয়ে রাখছেন, তারা বুঝতে পারছেন না কি সমস্যা তৈরি করছেন। এই সমস্যা পুজোকে‌ও পণ্ড করে দিতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এজন্য সকলকেই মাস্ক পড়ে চলার আবেদন করেন তিনি।