পুজোর বোনাস ঢুকে গেলেও জমেনি পুজোর বাজার, চিন্তায় দোকানিরা

বিক্ষিপ্ত কয়েকটি বাগান ছাড়া উত্তরবঙ্গের প্রায় সমস্ত চাবাগান গুলোতে বোনাস হয়ে গেছে। কোভিড পরিস্থিতিতেও চাশিল্পে ভালো আয়ের জন্য এবারে পুজোর বোনাস ভালোই হয়েছে। জানা গেছে উত্তরের বাগান গুলোতে বোনাস স্বরূপ প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা এসেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই টাকা উত্তরের বেহাল আর্থিক পরিস্থিতিকে কিছুটা হলেও চাঙ্গা করবে।


এদিকে পুজোর আর মাত্র কয়েকটা দিন থাকলেও জমেনি পুজোর বাজার। যদিও দোকানিরা আশাবাদী। আগামী সাতদিন বাজার জমবে বলে এই করোনা পরিস্থিতিতেও আশায় দোকান খুলছে দোকানিরা। শিলিগুড়ির হংকং মার্কেট, বিধান মার্কেট, শেঠ শ্রীলাল মার্কেট এর চিত্র অল্প অল্প করে পাল্টাচ্ছে। পুজোর বাজার না জমলেও মানুষ কেনাকাটা করতে আসছে বলে জানিয়েছেন দোকানদারেরা।