পুজোর আগেই পুরোহিত ভাতা , ঘোষণা রাজ্যসরকারের

পুজোর মাস থেকে অর্থাৎ আগামী মাস থেকেই রাজ্যের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করল রাজ্যসরকার । আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামীমাস থেকেই রাজ্যের পুরোহিতদের জন্য ভাতা দেবে রাজ্যসরকার ।

মুখ্যমন্ত্রী এই ভাতা চালুর বন্দোবস্ত করলেও সেই প্রকল্প কিভাবে রূপায়ন করা হবে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা । এদিকে উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সভাপতি বিকাশ রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই ভাতা চালু করলেও কারা এই ভাতা পাবে সেবিষয়ে কিছু জানাননি । আর এই নিয়েই সংশয়ে পড়েছেন পুরোহিতরা ।

বিকাশ বাবু আরো জানিয়েছেন রাজ্যে প্রায় দুই থেকে আড়াই লক্ষ পুরোহিত রয়েছে । এদের মধ্যে রাজ্যসরকার মাত্র আট হাজার পুরোহিত কে ভাতা দেবে । এতে প্রকৃত দাবিদার পুরোহিতরা এই ভাতা পাবেন কিনা সে বিষয়ে সন্দিহান তারা । আগামী বিধানসভা ভোটের আগে এই ঘোষণা কিছুটা হলেও যে তৃণমূল হিন্দুত্বের তাস খেলছে তা একবাক্যে মেনে নিচ্ছে বিশেষজ্ঞ মহল ।