শীঘ্রই এপ্রিলিয়া এসএক্সআর১৬০ স্কুটারের প্রোডাকশন শুরু করবে পিয়াগিও ইন্ডিয়া। বারামতি প্লান্টে তৈরি এই নতুন প্রিমিয়াম স্কুটার লঞ্চের মধ্য দিয়ে ভারতের গ্রাহকদের আরও কাছাকাছি হতে চাইছে পিয়াগিও ইন্ডিয়া। গ্রেটার নয়ডায় অটো এক্সপো ২০২০-তে প্রথম এই স্কুটারটি প্রদর্শন করা হয়েছিল। স্টাইল, পারফর্ম্যান্স ও কমফর্টের দিক থেকে এই স্কুটারটি অনন্য। এটি ইটালিতে ডিজাইন করা হয়েছে ভারতের জন্য। প্রিমিয়াম স্কুটার মার্কেটে এপ্রিলিয়া এসএক্সআর১৬০ এক নতুন ক্যাটাগরি তৈরি করতে চলেছে। এতে রয়েছে হাই পারফর্ম্যান্স ১৬০সিসি বিএস৬ থ্রী-ভাল্ভ ফুয়েল ইঞ্জেকশন ক্লিন এমিশন ইঞ্জিন টেকনোলজি। গ্রাহকদের সুবিধার্থে পিয়াগিও ইন্ডিয়া ২৫০টি ডিলারশিপ স্থাপন করেছে এবং তা ৪০০টিরও বেশি করার পরিকল্পনা রয়েছে।
পিয়াগিও ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডিয়েগো গ্রাফি জানান, অটো এক্সপো ২০২০-তে দেওয়া প্রতিশ্রুতিমাফিক ভারতে এপ্রিলিয়া এসএক্সআর১৬০ নির্মাণের প্রস্তুতি চলছে। এই স্কুটারের উচ্চমানের উদ্ভাবনী ডিজাইন গ্রাহকদের দেবে প্রিমিয়াম স্টাইল, হাই কমফর্ট ও বেস্ট-ইন-ক্লাস এক্সপিরিয়েন্স।