জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক মানচিত্র ক্রমাগত বদল হয়েই চলেছে। রাজনীতি থেকে বিদায় নিয়ে চলেছেন বিশিষ্ট নেতারা। জম্মু ও কাশ্মীরের পিপলস মুভমেন্ট দলটির প্রতিষ্ঠাতা ছিলেন ডঃ শাহ ফৈজল। যুবসমাজকে নিজস্ব মতামত প্রকাশ করার জন্য এই দলটি সাহায্য করবে তিনি জানিয়েছিলেন। রাজ্য সরকারের হয়ে তিনি ২০১৯ এর জানুয়ারী মাস পর্যন্ত কাজ করেছিলেন। তার পরেই তিনি রাজনীতিতে পদার্পন করেন। তিনি কাশ্মীরে ভারতীয় মুসলিমদের কোনঠাসা এবং নিরস্ত্র কাশ্মীরিদের হত্যার প্রতিবাদে চাকরি ছেড়েছিলেন।
দলের একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন ডঃ শাহ ফৈজল রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরতি নিতে চান। দলীয় কার্যালয়ের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চান তিনি। তাঁর এই অনুরোধ দলের তরফ থেকে গ্রহন করা হয়েছে। ভবিষ্যতে কি করতে চলেছেন, সেই বিষয়ে নেতা কিছু জানাননি। তিনি হয়ত প্রশাসনের কাজে ফের বহাল হতে পারেন, এমনটাই জানা গিয়েছে।