পিছিয়ে যাচ্ছে “কাকাবাবুর প্রত্যাবর্তন”

কথা ছিল বড়দিনে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবুর প্রত্যাবর্তন। কিন্তু সম্ভবত পিছিয়ে যাচ্ছে রিলিজ ডেট। করোনার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে এবছর রিলিজ ডেট পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। একে এত বড় বাজেটের ছবি তার মধ্যে আবার দর্শক এখনও তৈরি নন হলমুখী হওয়ার জন্য। সেক্ষেত্রে দর্শক শূন্য হলে ছবি চালিয়ে বিশেষ কিছু  যে হবার নয় তা ভালোই জানেন প্রযোজক।

সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি নিয়ে প্রথম থেকেই বেশ উৎসাহ ছিল দর্শকদের মধ্যে। আফ্রিকাতে গিয়ে শ্যুটিং করে যখন দেশে ফিরছে ছবির গোটা টিম তখনই ভালো মতন করোনার প্রকোপ। তারকা থেকে কলাকুশলী সকলকেই কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। আগে মানে করা হয়েছিল হয়তো পুজোতে মুক্তি পাবে এই ছবি। পুজোয় মুক্তি করা সম্ভব না হলে ঠিক হয় বড়দিনে অনেকটাই হয়তো স্বাভাবিক হবে পরিস্থিতি। তবে এখন সব দিক বিবেচনা করে ছবি রিলিজ না করারই সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। সব বদলের মধ্যে এই বদলকেও মেনে নেব আমরা। শুধু আগামীতে যেন সব ভালো হয় সেই দিকেই তাকিয়ে থাকা।