পা রাখলেন নতুন দুনিয়ায়

এবার নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। শেষপর্যন্ত ‘ডিজিট্যাল স্পেস’-এ প্রযোজক হিসেবে পা রাখতে চলেছেন অভিনেত্রী। এবার ওয়েব দুনিয়ায়র তালিকায় যোগ হলো কঙ্গনার নাম। এই তারকা-অভিনেত্রী প্রযোজিত ওই ছবির নাম ‘টিকু ওয়েডস শেরু।’ কঙ্গনার প্রোডাকশন হাউজ ‘মণিকর্ণিকা ফিল্মস’ রয়েছে এই ছবি প্রযোজনার দায়িত্বে। নিজের প্রযোজনা সংস্থার নতুন লোগোও নেটমাধ্যমে পোস্ট করলেন অভিনেত্রী। সঙ্গে জানান, তাঁর প্রযোজনা সংস্থা একধারে নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার পাশাপাশি নতুন ধরণের গল্প ও চিত্রনাট্য নির্ভর ছবি তৈরি করবেন।