পানীয় জল অমিল জলপাইগুড়ির পাটকাটায়, ভোগান্তি এলাকাবাসীর

মেশিন বিকল হয়ে পড়ায় পানীয় জল মিলছে না জলপাইগুড়ির পাতকাটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় গত দু-তিন ধরে জল নেই। এর ফলে নাজেহাল হতে হচ্ছে তাদের।

স্থানীয় পাহারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রাউত পানীয় জল সরবরাহের উদ্যোগ নিয়েছেন।এদিন বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন জল সরবরাহ মেশিনটি বিকল হওয়ার দরুন প্রায় ৩০০ বাড়িতে পানীয় জল পৌঁছানো হয়েছে।