পাকিস্তান চাপের মুখে পরেই ছেড়েছিল অভিনন্দন বর্তমানকে

নয়াদিল্লি: গত বছর মার্চে পাকিস্তানের হাতে বন্দি হওয়া ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গে মুখে বলা হয়েছিল শান্তির কথা। কিন্তু আসলে পাকিস্তান ভয় পেয়েছিল। চাপের মুখে পরে দেশের অস্তিত্ব বাঁচাতেই অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল পাকিস্তান। বেরিয়ে আসছে এমনই তথ্য।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন ‘শান্তি আর সৌজন্যের’ প্রতীক হিসেবেই ছাড়া হচ্ছে অভিনন্দনকে। কিন্তু খোদ পাকিস্তানী সাংসদই জাতীয় সাংসদ ভবনে কবুল করেছেন ভারতের হামলার ভয়েই অভিনন্দনকে ছেড়ে দেয় পাকিস্তান।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারির ঘটনা। পাক সেনার হাতে আটক হন অভিনন্দন বর্তমান। দীর্ঘ ৫৮ ঘণ্টা পাকিস্তান তাঁকে কবজা করে রেখেছিল। ভারত বলেছিল কোনও শর্ত ছাড়াই নিরাপদে ফেরাতে হবে অভিনন্দনকে।