পাকিস্তানেই বাড়ি দাউদ ইব্রাহিমের, স্বীকারোক্তি ইসলামাবাদের

পাকিস্তানেই বাড়ি দাউদ ইব্রাহিমের, কয়েক দশক পর চাপের মুখে স্বীকার করল ইসলামাবাদ। গত তিন দশক ধরে ভারত দাবি করার পর এবার সত্যিটা স্বীকার করতে বাধ্য হল প্রতিবেশী দেশ পাকিস্তান।

৮৮টি সন্ত্রাসবাদী সংগঠনের ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ইসলামাবাদ। করোনা পরিস্থিতির জন্য এই তালিকা প্রকাশ করতে দেরি করেছে ইসলামাবাদ। আর এই তালিকাতেই প্রশাসন স্বীকার করেছে পাকিস্তানের করাচি ক্লিপটন এলাকার সৌদি মসজিদ সংলগ্ন “হোয়াইট হাউসে” থাকে এই কুখ্যাত ডন। করাচি এবং নুরাবাদ করাচিতে তার বাংলো রয়েছে।

প্রসঙ্গত, এই কুখ্যাত ডন একাধিক বেআইনি কাজ কর্মের পাশাপাশি ১৯৯৩ সালে মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিল বলেও অভিযোগ উঠেছিল। এই হামলায় ২৫৭ জন মারা যান এবং ৭০০ জন আহত হন।

শুধু দাউদ ইব্রাহিম নয়, ৮৮টি আতঙ্কবাদী গোষ্ঠীর মধ্যে রয়েছে জইশ-ই- মহম্মদ মাসুদ আজহার, হাফিজ সঈদ। এদের ওপরেও আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।