পাইথন উদ্ধার আলিপুরদুয়ারের বারবিশায়

সপ্তমীর সকালে ৮ ফুট লম্বা বার্মিজ পাইথন কে ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারের বারোবিশাতে। বারোবিশা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের পাশে পাহারাদারের কক্ষের ভেতরে পাইথন দেখতে পায় স্থানীয় লোকজন। সেই ঘরের টিন এর নিচে পেচিয়ে থাকা পাইথনটিকে উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। কি করে এই পাইথন টি এখানে এলো সে প্রশ্নই সবার মনে। ৮ ফুট লম্বা পাইথন টি উদ্ধার করে বনদপ্তর এর ভলকা রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়।