দিল্লি যাওয়ার পথে শিলিগুড়ি এনজেপি স্টেশনে ধরা পড়ল পাঁচ রোহিঙ্গা। এনিয়ে আরো সতর্ক হয়েছে এনজেপির আরপিএফ জওয়ানরা। এদিন মঙ্গলবার ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশী রোহিঙ্গাকে গ্রেপ্তারের ঘটনায় সরগরম শহর শিলিগুড়ি।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আব্দুল মল্লিক, সোফিয়া বেগম, ইনায়াত রহমান, মহম্মদ হাসান এবং সামসিরা বেগম।বাংলাদেশের কাটুকফালাং রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ জানুয়ারি পালিয়ে যায়। এরপর ইন্দো- বাংলাদেশ সীমান্ত টোপকে ত্রিপুরার আগরতলা পৌছয়।ধৃতরা অনলাইনে ভুয়া পরিচয়ে আগরতলা থেকে আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে করে দিল্লি যাওয়ার টিকিট কাটে। সেখান থেকে ১১ জানুয়ারি রাতে আগরতলা থেকে ট্রেনে উঠে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের জম্মুতে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে গ্রেফতার করে রেলপুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ।