পুজোর মরশুমে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে মালদার ইকোপার্ক। ইতিমধ্যে ইকোপার্কের শেষ মুহূর্তের কাজ চলছে । মালদা গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের এক পাশে প্রায় ৫০ বিঘা জমির উপর গড়ে উঠেছে এই ইকো পার্কটি । পুজোর মরসুমে পর্যটকদের ঘোরার জন্য অত্যন্ত জনপ্রিয় জায়গা হয়ে উঠবে এটি বলে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে । রাজ্য সরকারের উদ্যোগে ইকোপার্ক তৈরী হচ্ছে ।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে এই ইকোপার্কটি। এই ইকোপার্কের থেকে সামান্য দূরেই রয়েছে আদিনা ডিয়ার ফরেস্ট । ইকোপার্কে পর্যটকরা বোটিং করতে পারবেন । আদিনা ফরেস্ট ও মসজিদ সংলগ্ন এলাকায় যেসব সরকারি জলাশয় রয়েছে সেগুলিকে সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে পর্যটকরা বোটিং করতে পারবেন। পুজোর আগেই তা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। লকডাউনের জন্য কাজ কিছুটা থমকে ছিল। এখন জোরকদমে চলছে পার্কের শেষ মুহূর্তের কাজ।