পরের মাসেই শ্যুটিং শুরু হছে ‘টাইগার ৩’-র

 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। শীঘ্রই টাইগারের তৃতীয় পর্ব নিয়ে বড় পর্দায় ফিরতে চলেছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। তবে করোনার জেরে শ্যুটিং শিডিউলে বেশ কিছু পরিবর্তন এসেছে। শোনা যাচ্ছে, করোনার জন্য আরব আমিরশাহির বদলে প্রথমে ইস্তানবুলেই শ্যুটিং সারবে টিম টাইগার।

ছবিটির পরিচালনা করছেন মণীশ শর্মা। প্রযোজনা করছেন আদিত্য চোপড়া । সম্প্রতি, Mid-Day-তে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে খবর, আদিত্য না কি সিনেমার শ্যুটিং নিয়ে কোনও রকম দেরি করতে চান না। তাই আরব আমিরশাহির জায়গায় আগে ইস্তানবুলের বেশ কয়েকটি জায়গায় শ্যুটিং সেরে ফেলতে চাইছেন। দু’টি জায়গাতেই রেকি করার জন্য টিম পৌঁছে গিয়েছে। টিমের কাছ থেকে রিপোর্ট নেওয়ার পরই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

শোনা যাচ্ছে, ছবিতে একটু রোগা লুকে দেখা যাবে সলমনকে। ইতিমধ্যেই ট্রেনিং শুরু হয়ে গিয়েছে দাবাং খানের। সলমনের ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করছেন রাজেন্দ্র ঢোলে। সলমনের ট্রেনিংয়ের উপর নজর রেখেছেন দাবাং ৩-এর সহকর্মী রাজেশ রায়ও।