পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরায় বাড়তে পারে সংক্রমণ। এমনটাই সন্দেহ স্বাস্থ্য মন্ত্রকের।

আগামী দিনে করোনা হটস্পট হসিএবে উঠে আসতে পারে পশ্চিমবঙ্গ, ওড়িশা আর উত্তরপ্রদেশ। এমন সন্দেহ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রক। গত সপ্তাহে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরায় বাড়তে পারে সংক্রমণ মাত্রা। যেহেতু এই ৩ রাজ্যে নমুনা পরীক্ষার বহর কম, তাই একধাক্কায় অনেকটা বাড়তে পারে সংক্রমণ মাত্রা। বৃহস্পতিবার টেলি-কনফারেন্সে এই ৩ টি রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের। তিনি মুখ্যসচিবদের নমুনা পরীক্ষার বহর বাড়াতে পরামর্শ দিয়েছেন। মন্ত্রকের সাম্প্রতিক গাইডলাইনে উল্লেখ, “উপসর্গ ছাড়া যারা বিশেষ ট্রেনে স্বরাজ্যে ফিরছে, তাঁদের ১৪ দিনের হোম কোয়ারান্টাইন বাধ্যতামুলক। এই সময়ের মধ্যে বাড়াতে হবে নমুনা পরীক্ষার মাত্রা।” জানা গিয়েছে, এখন সংক্রমিত অনেকেই উপসর্গহীন।