পরিযায়ী শ্রমিকদের জন্য রান্না করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ ইনস্টাগ্রামে জানিয়েছেন তিনি, পরিযায়ী শ্রমিকদের জন্য রান্না করছেন এবং খাওয়ার প্যাকেট করছেন যাঁরা এই করোনাভাইরাসের জন্য লকডাউনে বিপদে পড়েছেন এবং যাঁর যাঁর বাড়িতে ফেরার অদম্য চেষ্টা করছেন। প্রথম লকডাউন থেকেই তাঁরা বাড়ি ফেরার জন্য পায়ে হেঁটে রাস্তায় নেমে পড়েছিলেন এই লক্ষ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছবেন। তাতে অনেকের জীবন চলে গিয়েছে। এর পর ট্রেন শুরু হওয়ায় কিছুটা স্বস্তি হলেও তাদের দুর্দশার সীমা নেই কোনও। সঙ্গে খাওয়ার অভাব তো রয়েছেই। সেহবাগ তখনই পরিকল্পনা করেন তিনি যতটা পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তাদের খাওয়ার দেওয়া শুরু করেন তিনি। ইনস্টাগ্রামে সেহবাগ একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘নিজের বাড়িতে রান্না করা সেই সব মানুষদের জন্য যাদের দরকার সেটা তৃপ্তির এবং সেই খাওয়ার বাড়ি থেকেই প্যাকেট করে পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া।”

 

ভারতের অভিজ্ঞ অফ-স্পিনার হরভজন সিং সেহবাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।.