পরমাণু শক্তি কমিশনের সভাপতি বিজ্ঞানী শেখর বসু প্রয়াত

করোনা আক্রন্ত অবস্থায় বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় পরমাণু বিজ্ঞানী শেখর বসুর। ভারতের পরমাণু শক্তি কমিশনের সভাপতির পদ ছিলেন তিনি। ভারতের প্রথম পরমাণুজ্বালানি চালিত ডুবোজাহাজ আইএনএস অরিহন্তের পরমাণুচুল্লির নকসা তৈরি করেছিলেন তিনি। ২০১৪ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার।

দিন কয়েক আগে করোনা আক্রান্ত হন শেখর বসু। এর পর তাঁকে কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রক্তে কমছিল অক্সিজেনের মাত্রা। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। বৃহস্পতিবার ভোর ৫টায় শেষ হয়ে যায় সব লড়াই। দেশকে পরমাণু শক্তিতে স্বনির্ভর করতে শেখর বসুর গবেষণা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।