পদ্মশ্রী করিমুলের চিকিৎসায় সাহায্য স্বেচ্ছাসেবী সংস্থার

লোকের সেবা করে খ্যাত হলেও নিজের সেবা করার সামর্থ্য নেই উত্তরের বাইক এম্বুলেন্স দাদা করিমুল হকের। আর এই সমাজসেবীর চিকিৎসায় এগিয়ে আসল স্বেচ্ছাসেবী সংস্থা। জানা গিয়েছে বেশ কয়েকবছর ধরে চোখের জটিল সমস্যায় ভুগছেন পদ্মশ্রী সমাজসেবী করিমুল হক। তাঁর এই চিকিৎসায় হাত বাড়িয়ে দিয়েছেন হিমালয়ান আই ইনস্টিটিউট এবং সহমর্মী নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা।

সূত্রের খবর অত্রি শর্মা নামে এক সমাজসেবী ২৫ হাজার টাকা এবং সত্য প্রকাশ সরকার নামে আরেক সমাজসেবী করিমুল সাহেবের চিকিৎসায় এগিয়ে এসেছেন। এর পাশাপাশি হিমালয়ান আই ইনস্টিটিউট নিখরচায় তাঁর চিকিৎসা করছেন বলে জানিয়েছেন বাইক দাদা করিমুল হক।