পথ দুর্ঘটনায় প্রাণ হারাল একই পরিবারের পাঁচ সদস্য, জখম দুই

ফালাকাটা-ধুপগুড়ি জাতীয় সড়কে এক পথ দুঘটনায় প্রাণ হারাল একই পরিবারের পাঁচ সদস্য। জখম আরো দুই, তাদের অবস্থাও আশঙ্কাজনক। এমনই মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটেছে ফালাকাটার বালাসুন্দর এলাকায়।

সূত্রের খবর , সোমবার সকাল সাতটা নাগাদ জাতীয় সড়কে ডুডুয়া ব্রিজের কাছাকাছি একটি শিলিগুড়িগামী ছোটগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে ছোটগাড়িটি রাস্তার পাশে নয়ানজুলিতে পরে যায়। ঘটনাস্থলেই ওই ছোটগাড়িতে থাকা ৫ জনের মৃত্যু হয় ।জখম হয়েছে আরো দুইজন । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মৃত এবং জখম ব্যক্তিদের ফালাকাটা হাসপাতালে পাঠানো হয় ।

স্থানীয় বাসিন্দারাই মৃত ও জখমদের উদ্ধার করে ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠান ।পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ।মৃত ও জখম প্রত্যেকেই আলিপুরদুয়ার শহরের শান্তিনগরের বাসিন্দা ।দুর্ঘটনার খবর শুনতেই শান্তিনগরে শোকের ছায়া নেমে এসেছে।