পথ অবরোধে শামিল অ্যাম্বুলেন্স ড্রাইভারা, কোচবিহার মহারাজা জিতেন্দ্রর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনা

কোচবিহার মহারাজা জিতেন্দ্রর মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে ধুন্দুমার কান্ড। কুচবিহার সুনতি রোড সংলগ্ন অর্থাৎ হাসপাতালে মেন গেটের সামনে অ্যাম্বুলেন্স ও স্ট্রেচার নামিয়ে পথ অবরোধের শামিল অ্যাম্বুলেন্স ড্রাইভার।
অভিযোগ দায়িত্বে থাকা এম এস ভি পি তিন মিনিট সময় দিয়ে হাসপাতাল পার্কিংয়ে থাকা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সকে বাইরে বের করে দেন। এতেই উত্তপ্ত হয়ে পড়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার।

অ্যাম্বুলেন্স চালক সমিতির সম্পাদক মোহাম্মদ আলিফ জানান এম এস ভি পি এইরূপ আচরণ মেনে নেব না আমরা আমাদের পার্কিং চাই। যতক্ষণ না আমাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ এই পথ চলতে থাকবে।
এরপরই ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ বাহিনী এবং তাদের হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে পথ অবরোধ তুলে নেয় অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং তাদের দাবি না মানা হলে পুনরায় আবার পথ অবরোধে শামিল হতে বাধ্য হবে তারা