দেশব্যাপী লকডাউন জারি হওয়ার পর থেকেই বারবার সামনে এসেছে অর্থ, খাদ্য ও বাসস্থানের অভাবে ভুগতে থাকা ঘরে ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার কথা। এক রাজ্য থেকে অন্য রাজ্যে ফিরতে চাওয়া পরিযায়ীদের অসহায় পরিস্থিতির আর এক মর্মন্তুদ ছবি এবার ধরা পড়ল আরও একবার। ক’দিন আগেই রেললাইনে ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে চলে গিয়েছিল ট্রেন। এবার দিল্লির এক পরিযায়ী শ্রমিক, যিনি সাইকেলে ১,০০০ কিমি দূরে অবস্থিত তাঁর গ্রামে ফেরার কথা ভেবেছিলেন দুর্ঘটনার বলি হতে হল তাঁকে। দিল্লি থেকে বিহারের পূর্ব প্রান্তে অবস্থিত চম্পারণে নিজের গ্রামে আর ফেলা হল না ওই শ্রমিকের। পথেই এক গাড়ির ধাক্কায় মারা গেলেন তিনি।