পথশ্রী অভিযান প্রকল্পের মাধ্যমে ফালাকাটা ব্লকের অন্তর্গত তাসাটি চাবাগান নতুন রাস্তা পাচ্ছে । দীর্ঘদিন ধরে ফালাকাটার দলগাঁও গ্রামপঞ্চায়েতের ওই চাবাগান এলাকার মানুষ রাস্তার দাবি জানিয়ে আসছে বলে খবর। বুধবার দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি বাস স্ট্যান্ড থেকে বড়ো লাইন পর্যন্ত রাস্তার কাজের সূচনা করেন ফালাকাটার পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লাল। জানা গিয়েছে, রাজ্য সরকারের ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের কর্মসূচির আওতায় এই রাস্তাটি তৈরি করা হচ্ছে।
এতদিন এই বেহাল রাস্তার কারণে সমস্যায় ছিলেন এলাকার মানুষজন। এবার পথশ্রী অভিযানের আওতায় রাস্তাটি তৈরি করা হচ্ছে। এদিন এলাকায় এসে ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লাল। এছাড়াও উপস্থিত ছিলেন,তাসাটি চা বাগান ম্যানেজার জে.পি শর্মা, ফালাকাটা পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যান দপ্তরের কর্মাদক্ষ মালতী তির্কী নাগ,দলগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দ খাড়িয়া প্রমুখ।