কোভিড-১৯ এর করণে এক ভয়ঙ্কর অন্ধকারময় সময়ের মধ্যে শিল্পী ও তাদের শিল্পকলার। এতে একদিকে যেমন তাদের রুজিরোজগারে টান পড়েছে তেমনি অপরদিকে তাদের শিল্প চর্চায়ও ভীষণ ভাবে ব্যহত হচ্ছে। এরকমই একজন শিল্পী, ভগবান মালি, কলকাতার একজন সুপরিচিত বেহালা বাদক। তিনি কোন প্লেব্যাক শিল্পী নন, কলকাতার রাস্তায় অসাধারণ বেহালা বাজিয়ে তিনি লোকের মন জয় করেন।
কলকাতার তরুণ প্রতিভাবান সঙ্গীতশিল্পীদের একটি দল- প্রাজ্ঞ দত্ত, গৌরব সরকার এবং দিব্যেন্দু বন্দোপাধ্যায় তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছে, টাকাপয়সা দিয়ে নয়, তবে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতার তরুণ শিল্পীরা ‘বেহালা বাজান’ শিরোনামে একটি গান বের করেছে। গৌরব সরকারের গলায় গানটি কম্পোজ করেছেন প্রাজ্ঞ দত্ত এবং লিখেছেন দিবেন্দু বন্দোপাধ্যায়। গানটিতে ভগবান মালি, যার জন্য গানটি তৈরি তিনিও রয়েছেন। সাধারণ রাস্তার একজন মিউজিশিয়ান ভগবান মালির জন্য তরুণ শিল্পীদের দলটি যা করেছে তা আজকের যুব সমাজের কাছে এক বিরাট উদাহরণ।
সম্প্রতি ‘বেহালা বাজান’ এই গানটি YouTube-এ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। গৌরব সরকার জানান, এটা নিছকই শুধু একটি গান নয়। শিল্পী ভগবান মালির মত শহর জুড়ে এরকম অনেক প্রতিভা আছে যারা তাদের শিল্প কলার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তাদের জীবনসংগ্রাম এবং প্রতিভার প্রতি সম্মান জানাতেই আমাদের এই প্রচেষ্টা। এই গানের মাধ্যমে তাঁদের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। যা আজকের দিনে অত্যন্ত জুরুরী। কারণ আজ পর্যন্ত শুধুমাত্র সফল শিল্পীদের কথাই সর্বত্র প্রচারিত হয়েছে।
কম্পোজার ও গায়ক প্রাজ্ঞ দত্ত জানান, শিল্পী ভগবান মালির মত রাস্তার শিল্পীরা বরাবরই প্রচারের অভাবে হারিয়ে গেছে। তাই ‘বেহালা বাজান’ এই অ্যালবামটির মাধ্যমে আমরা শিল্পী ভগবান মালিকে যথাযোগ্য সম্মান দেওযার চেষ্টা করেছি যাতে তিনি তাঁর শিল্প প্রতিভার বিকাশ ঘটে। আশা করি সাংস্কৃতিক জগতে তাঁর প্রতিভা মর্যাদা পাবে।