এবার ভোটমুখী বাংলার উপর বিশেষ নজর পড়েছে রাজনৈতিক মহলের। ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ও মৈত্রী সুদৃঢ় করতে এবং উত্তরবঙ্গের পর্যটন শিল্প প্রসার করতে চালু হচ্ছে আরও একটি ট্রেন পরিষেবা। দু’দেশের পর্যটনের প্রসারে যুক্ত হল নয়া পালক হল এই পরিষেবা।
আগামী ২৬ মার্চ থেকে চালু হচ্ছে এনজেপি থেকে ঢাকা রেল পরিষেবা। এক্কেবারে ৯ ঘন্টার ননস্টপ রেল পথ। উদ্বোধনকালে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত দু’দেশের পর্যটনের প্রসারে এই পরিষেবা চালু করা হচ্ছে।