নয়া উদ্যোগ নিল পূর্ব রেলের

এবার লোকাল ট্রেনের একঘেয়েমি কাটাতে নয়া উদ্যোগ নিল পূর্ব রেল। লোকাল ট্রেনের কামরায় বাজবে রবীন্দ্র সংগীত সহ যন্ত্র সংগীতও। এতে যাত্রীদের দীর্ঘ যাত্রাকালে একঘেয়েমি কাটবে বলেই মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের মনোরঞ্জন করতে এহেন সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এখন আটটি কামরায় এই গান বাজানো হচ্ছে। ধীরে ধীরে সব লোকাল ট্রেনের কামরায় এই পদক্ষেপ নেওয়া হবে।