নোরা ফতেহির সঙ্গে নাম জড়িয়েছে টেরেন্স

মুম্বই: বলিউডে নাচের ডান্স ক্যুইন নোরা ফতেহি। সম্প্রতি নোরার সঙ্গে নাম জড়িয়েছে টেরেন্স ল্যুইসের। সম্প্রতি বেশ জনপ্রিয় নাচের একটি রিয়েলিটি শোতে জাজের আসনে দেখা যায় বিচারক নোরা এবং টেরেন্সও। এবার এই মঞ্চেই নোরাকে প্রেম নিবেদন করলেন টেরেন্স। উপস্থিত বিচারকদের মুখও হা হয়ে যায় এই কাণ্ড দেখে। তবে কি সত্যিই নোরাকে ভালোবাসেন টেরেন্স। তুমুল চর্চা শুরু হয় এই ভিডিও নিয়ে। অনেকেই বলেছেন, তাঁদের জুটি বেশ পছন্দের।