এ বার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। ২৩ জানুয়ারি নেতাজির এই জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করুক সরকার। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির অন্তর্ধান রহস্যের ওপর থেকে পর্দা সরানোর আর্জিও জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী সেই বিষয়টিকে সামনে রেখেই জাতীয় ছুটির দাবিটি আরও জোরালো করলেন।
চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। পশ্চিমবঙ্গ সরকার অনেক দিন ধরেই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে আসছে, কিন্তু তা এখনও পূরণ হয়নি।” ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে অতীতে বহুবার কেন্দ্রকে এই দিনটিতে ছুটি ঘোষণার অনুরোধ জানানো হয়েছে।