নেটফ্লিক্সে আসছে ‘দ্য হোয়াইট টাইগার’

২০২১-এর জানুয়ারিতে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘দ্য হোয়াইট টাইগার’ এর। অরবিন্দ আদিগার লেখা একই নামের বই অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। এই ছবিরি পরিচালনার দায়িত্বে রয়েছেন ইরানীয় পরিচালক রামিন বাহরানি। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন কোটিপতি ব্যবসায়ী রাজকুমার রাও – তার স্ত্রী পিঙ্কি প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৮ সালে ম্যান বুকার প্রাইজ বিজেতা তথা নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বই ‘দ্য হোয়াইট টাইগার’।